স্ত্রীকে নিয়ে বেশ সুখেই ছিলেন ৩৫ বছরের যুবক শাকিল হোসেন। সংসারে ছিলোনা কোন অভাব। কিন্তু একটি দূর্ঘটনা শাকিলের সাজানো সুখের সংসারসহ নিজের জীবনকে এলোমেলো করে দিয়েছে। দূর্ঘটনায় দুই হাত হারানো শাকিলকে অসুস্থ অবস্থায় হাসপাতালে রেখেই চলে গেছেন তার স্ত্রী। জীবনযুদ্ধে হেরে গিয়ে এক সময়ের কঠোর পরিশ্রমী যুবক শাকিলের জীবন চলে এখন ভিক্ষা করে। সোমবার দিবাগত রাতে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় কথা হয় শাকিলের। এ সময় শাকিল জানান, তার জন্ম ঢাকার তেজগাঁও এলাকার শাহিনবাগে। স্থায়ী নিবাস গাজীপুরের পুবাইলে। বাবা সেলিম হোসেন কাষ্টমসের কর্মচারী ছিলেন। ছয় বছর বয়সে গর্ভধারীনি মাকে হারানো শাকিলের বাবা ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। এরপর বিয়ে করে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জে বসবাস শুরু করেন শাকিল। সেখানে পরিবহন মেরামতের একটি গ্যারেজে শাকিল কাজ করতেন। ২০১৯ সালে কাজ করার সময় বৈদ্যুতিক দূর্ঘটনায় মারাত্মকভাবে তিনি (শাকিল) আহত হন। চিকিৎসায় জীবন বাঁচলেও চিরদিনের জন্য কেটে ফেলতে হয় তার দুই হাত। দুই পা ও বক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। হাসপাতালে ভর্তির ১৮ দিন পর শাকিলের স্ত্রী তাকে হাসপাতালের বেডে রেখেই পালিয়ে যায়। কান্নাজড়িত কন্ঠে শাকিল হোসেন বলেন, দেড় মাস পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর একমাত্র ছোট ভাই সোহানের বাসায় তার ঠাঁই মেলে। সেখানে আড়াই বছর তাকে বিছানায় কাটাতে হয়েছে। এই সময়ে ছোট ভাই তাকে দেখাশুনা করতো। শাকিল বলেন, আমি যে গ্যারেজে কাজ করতাম সেখান থেকে চিকিৎসার জন্য কোন খরচ দেয়া হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকে অদ্যবর্ধি কোনধরনের সাহায্য সহযোগিতা পাননি। আমার চিকিৎসা করাতে গিয়ে ছোট ভাইও পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। তাই বিবেকের তাড়নায় ভাইয়ের কাছ থেকে চলে আসি। নেমে পরি জীবনযুদ্ধে। বিভিন্ন জায়গায় সাহায্যের হাত পেতেও ব্যর্থ হয়েছি। বর্তমানে কোটালীপাড়া বেইলি ব্রীজ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে চলছে আমার জীবন সংগ্রাম। সরকারিভাবে কিংবা সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার কথা বলে শাকিল হোসেন আরও বলেন, কৃত্রিম হাত স্থাপন করা হলে আমি কোনমতে জীবন যাপন করতে পারতাম। কিন্তু এতে অনেক টাকার প্রয়োজন। এজন্য তিনি সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমাজের মহানুভব ব্যক্তি এবং প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।