ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটেছে। অর্ধেক স্থানে প্রতিরক্ষা দেওয়াল না থাকায় রাতে মাদকাসক্ত ও চোরের দল ভেতরে প্রবেশ করে আড্ডার নামে করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করছেন। স্থানীয় অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে পরামর্শ সভা করে থানায় সাধারণ ডায়েরী করার পরামর্শ দিয়েছেন উপজেলা সহকারী কর্মকর্তা মো. নজরূল ইসলাম। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কুচনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ২৩৭ জন। শিক্ষক আছেন প্রধান সহ মোট ৪ জন। সীমানা চিহ্নিত বা নিরাপত্তার জন্য বাউন্ডারি দেওয়াল আছে অর্ধেক জায়গায়। অবশিষ্ঠ অর্ধেক জায়গা সম্পূর্ণ অরক্ষিত। ফলে প্রধান ফটক বন্ধ থাকলেও চোর ও মাদকাসক্তরা অবাধে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। গভীর রাতে দীর্ঘ সময় তারা সেখানে আড্ডা দেয়। অন্যান্য দিনের মত গত সোমবারও বিদ্যালয় ছুটির পাঠদানের কক্ষ গুলোতে তালা দিয়ে শিক্ষকরা চলে যায়। মঙ্গলবার বিদ্যালয়ে এসে দেখেন ভবনের দুটি কক্ষেরই তালা ভাঙ্গা ও দরজা গুলো খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন ইলেট্রিক লাইন গুলো এলোমোলা। দুটি কক্ষের ৪ টি বৈদ্যুতিক পাখাই খুলে নিয়ে গেছে। সবগুলো সিকিউরিটি বাল্ব ভাঙ্গা। এমন চিত্র দেখে হতাশ হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গরমে অনেক কষ্টে ক্লাস করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধা রাণী সূত্রধর বলেন, এমন চুরির ঘটনা আগেও দুই/একবার এখানে ঘটেছিল। এই ঘটনাটি আমি ক্লাষ্টার প্রধান সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরূল ইসলাম স্যারকে জানিয়েছি। তিনি সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে থানায় সাধারণ ডায়েরী করার পরামর্শ দিয়েছেন। সীমানার অর্ধেক অরক্ষিত জায়গা রক্ষণাবেক্ষনের প্রয়োজন। এসএমসি’র সাবেক সভাপতি ওই গ্রামের বাসিন্দা শেখ মো. সিরাজুল ইসলাম ও তরীর সদস্য মো. শাকিল আহমেদ বলেন, অতি সম্প্রতি এখানকার গ্রাম গুলোতে চুরির উপদ্রব বেড়ে গেছে। গতকাল বিদ্যালয়ের সিলিং ফ্যান চুরি করেছে। আর কয়েক দিন আগে বাড়িতে একাধারে ২-৩ জায়গায় সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরূল ইসলাম বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি স্থানীয় জনপ্রতিনিধি আলেম ওলামা অভিভাবকবৃন্দ ও সুশিল সমাজের লোকজনকে জড়ো করে পরামর্শ সভা করার নির্দেশ দিয়েছি। সভার সিদ্ধান্ত মোতাবেক এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী কথা বলেছি।