গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে ইউপি সদস্য ও ব্যবসায়ি নেতা মোস্তাক হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ অক্টোবর) বিকেল ৩টায় দারিয়াপুর বাজারের চারমাথায় সচেতন এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন দারিয়াপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব তাজুল ইসলাম, সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, হাজী ওসমান গণি কলেজের শিক্ষক ময়নুল কবীর মন্ডল, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী মুংলু, সাবেক ইউপি সদস্য সাখাওয়াত মাহমুদ দুখা, আলী আজম প্রমুখ। বক্তারা অবিলম্বে মোস্তাক আলীর হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বলেন, ১৮দিন অতিবাহিত হলেও এখনও পুলিশের কোন তৎপরতা লক্ষ্য করা যায় নাই যা অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, এই হত্যাকান্ডের বিচার না হলে এলাকায় খুনিরা উৎসাহিত হবে, সম্প্রীতি সহবস্থান নষ্ট হবে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করা না হলে তারা বৃহত্তর কর্মসূচি দেয়ারও ঘোষণা করেন। উল্লেখ্য গত ৩ অক্টোবর রাত ২টা ৩০মিনিটে দারিয়াপুর বন্দরের ব্রীজের উত্তরপার্শ্বে রাস্তার পাশে ডোবা থেকে মোস্তাক মেম্বারের লাশ পাওয়া যায়। বিক্ষোভ সমাবেশে এলাকার হাজার হাজার নারী পুরুষসহ ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।