পটুয়াখালীতে জেলা পর্যায়ে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( অক্টোবর ২২) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এনজিও সমন্বয় কমিটির সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রজেক্ট ম্যানেজার প্রদৃপ্ত জাগনারী, শ্যামল রায়।জাগোনারীর বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন প্রোগ্রাম ডিরেক্টর জাগনারী গোলাম মোস্তফা। এরপর উপকূলীয় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুত জনগোষ্ঠী গঠনে করণীয় বিষয়ক স্লাইড শো প্রদান করেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর কেয়ার বাংলা, সাবাহ শবনম। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আবু হাসমত মোহাম্মদ আরেফীন বলেন সমবায় কার্যক্রম থেকে কারো বড় লোক হবার সুযোগ নেই তবে জীবন যাত্রার মান উন্নয়নের অনেক সযোগ রয়েছে তাই আগামী প্রোগ্রামে অংশীজনদের উপস্থিত হয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছেন।