ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে গত সোমবার বিকেলে মা ইলিশ সংরক্ষন অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পদ্মা নদীর শয়তানখালি ঘাট নামক স্থানে নিয়ে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উপজেলার ইসলামিয়া ছিদ্দীকিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৩০ কেজি ইলিশ মাছ বিতরন করা হয়। উপজেল সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী এর নেতৃত্বে ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়। অভিযানের অন্যরা হলেন-উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার এসএম জাহাঙ্গীর কবির, চরভদ্রাসন থানার এএসআই নূর মোহাম্মদ, মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি, মৎস্য অফিস ক্ষেত্র সহকারি শামিম আরেফিন ও রুবেল মিয়া প্রমূখ। জানা যায়, ওই দিন বিকেলে ভ্রাম্যমান আদালত পদ্মা নদীর গোপালপুর মৌজা, দিয়ারা গোপালপুর, আকোটেরচর, পিয়াজখালি ও শয়তানখালি সহ পদ্মা নদীর ভাটি এলাকার জল সীমানায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানের টের পেয়ে অনেক অসাধু জেলে জাল, নৌকা ও মাছ ফেলে পালিয়ে যায়। পরে ইলিশ নীধনে ব্যাবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং প্রায় ৩০ কেজি জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরন করা হয়েছে বলে জানা যায়।