টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া গ্রামের একজনকে বনবিভাগের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১অক্টোবর)পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে পুলিশের একটি দল শাহআলমকে গ্রেপ্তার করে। মামলার ওয়ারেন্টয়ভুক্ত আসামি গজারিয়া ইউনিয়নের কালিয়ান পূর্ব পাড়া আবুল হাসেমের ছেলে শাহআলম মিয়া (৪২)একজন মুদি দোকানদার।ভুক্তভোগীর পরিবার আরও জানায়,জানামতে,শাহআলম কোনদিন বন আইন পরিপন্থী কাজ করেনি,তারপরও কিভাবে শাহআলমের বিরুদ্ধে মামলা হলো বুঝে ওঠতে পারতেছিনা।শাহআলমকে গ্রেপ্তার করা এসআই মোশারফ হোসেন জানান,সিআর মামলায় বন আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন একজনকে বন আইনে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।