ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮০কেজি জিরা,একটি পিকআটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি মঙ্গলবার ভোওে ঘটেছে। আশুগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়,মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জ সোনারমপুর এলাকায় পুলিশের টহল টিম উপজেলার সোনারামপুর এলঅকার হোটেল রাজমনির কাছে পিকআপ দেখে সন্দেহে হলে পিকআপ থামিয়ে তল্লাসী করলে পিকআপে জিরা পাওয়া যায়।পরবর্তীতে পুরো পিকআপে তল্লাসী করে ৮০ বস্তা জিরা পাওয়া যায়। এ সময় তিনজন চোরাকারবারীকে আটক করা হয়।তারা হলেন,আবু সিদ্দিক,পিতা:মোহাম্মদ আলী,জেলা:-সুনামগঞ্জ,বাহাদুর,পিতা:-মো.আলম,জেলা জামালপুর,মো.সাগর,আব্দুল গাফ্ফার ,জেলা রাজশাহী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়,ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল পিকআপে করে। উদ্ধারকৃত জিরার বাজারমুল্র প্রায় ষোল লক্ষ টাকা হবে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন,চোরাচালানসহ মাদকের বিরোদ্ধে জিরো টলারেন্স নিয়ে আশুগঞ্জ থানা পুলিশ কাজ করছে।মাদক পাওয়া গেলে সে যতবড় লোকই হোক না কেন তাকে কোন ছাড় দেওয়া হবে না। চোরাচালান বা মাদকের সাথে কোন আপোশ নাই।