ইসলামি বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা মন্ডলীর অনুমোদনক্রমে ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি সুপারিশ করা হয়। নতুন কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ মুক্তারুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ এ- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ এম যোবায়ের। কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব, সাংগঠনিক সম্পাদক মিলন রানা মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোছাঃ আয়েশা সিদ্দিকা (খুশি) এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাকিল আহমেদ। পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। নবনিযুক্ত সাধারণ সম্পাদক এ এম যোবায়ের বলেন, "জেলা কল্যাণ সমিতি আমাদের হৃদয়ের সংগঠন, যেখানে আমরা ঠাকুরগাঁওবাসী এক পরিবারের মতো সম্পর্ক বজায় রাখি। এই সংগঠনের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, তা আমরা সম্মিলিতভাবে পালন করতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।" কমিটির সভাপতি মোঃ মুক্তারুল হক বলেন, "ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি আমাদের প্রাণের সংগঠন। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সর্বাত্মক চেষ্টা করবো। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই।"