কুষ্টিয়া জেলার ভেড়ামারায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মধ্যে চরদামুকদিয়ার মন্ডলের মোড় সংলগ্ন হতদরিদ্র গ্রামে সোমবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের প্রভাতি মহিলা সংগঠন এই অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার এনামুল হক, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ জামাল, ওয়েভ ফাউন্ডেশনের ভেড়ামারা শাখার ইউনিট ম্যানেজার আছাব আলী, সহকারী ইউনিট ম্যানেজার জাহিদুল ইসলাম, সিনিয়র ফিল্ড অফিসার মোঃ শাহিন আলম সহ কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে, ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস স্বাস্থ্য সচেতনতায় হাত ধোয়ার গুরুত্ব ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।