আশাশুনিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ বিষয়ক উপজেলা পর্যায়ে সেমিনার ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান/শিক্ষকদের অংশগ্রহণে সেমিনার ওয়ার্কসপে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। মাল্টিমিডিয়া প্রজোক্টরের মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরে আলোচনা রাখেন, মেডিকেল অফিসার ডাঃ এস এম নাইম হোসেন নয়ন। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন আলোচনা রাখেন।