আশাশুনি উপজেলা সদরে ডিডনিয়ে মৎস্য ঘেরে মাছ চাষকৃত জমিতে অনধিকার প্রবেশ করে জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রতিপক্ষ ডিডকৃত জমিতে মৎস্য চাষকারীর বিরুদ্ধে উল্টো অপপ্রচার চালিয়ে হেনস্থা করার অপচেষ্টা চালিয়ে ফায়দা লোটার অভিযোগ পাওয়া গেছে। আশাশুনি গ্রামের হেদায়েতুল ইসলামের ছেলে নূরে আলম সরোয়ার জানান, কোদন্ডা গ্রামের মৃত মাদার গাজীর ছেলে রহমত আলী গাজীর নিকট থেকে তিনি লীজ এগ্রিমেন্ট করে ২০ বিঘা জমি গ্রহন করেন। ৫ বছরের এগ্রিমেন্ট নিয়ে জমিতে মৎস্য চাষ করছেন। গত ২৭ সেপ্টেম্বর দুর্গাপুর গ্রামের খায়রুল ঢালী, রাজু সানা, মোস্তাফিজুর রহমান (শামীম), আজগার সরদার (গুটি), তারিকুল ঢালী, তার ভোগদখলীয় জমিতে জবর দখলেরর চেষ্টা করলে থানায় অভিযোগ করা হয়। পুলিশ উভয় পক্ষকে নিয়ে বসলে জবরদখল চেষ্টাকারীরা তাদের পক্ষে কাগজপত্র দেখাতে পারেননি। ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের হীনলক্ষ্যে এবং তার (স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম সরোয়ার) চরিত্রহনন, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন ও মিথ্যা অপরাধের ভাগী করতে পত্রপত্রিকা ও অন লাইন পোর্টালে মিথ্যা, কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক খবর প্রকাশ করা হয়েছে দাবী করে তিনি সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। লীজদাতা রহমত আলী গাজী জানান, তার কোদন্ডা মৌজা ও দুর্গাপুর (বড়) মৌজায় ৫৫ বিঘা জমি আছে। জমির মধ্যে ২০ বিঘা নূরে আলম সরোয়ার লিটন ও বাকী ৩৫ বিঘা আমার পুত্র সাকিম গাজীর কাছে লিজ এগ্রিমেন্ট করে দিয়েছি। লিটন তার ডিডকৃত জমিতে দখলে আছেন।