আশাশুনিতে কৃষি আবহাওয়া পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উত্তরণ এসটিইপি এর আয়োজনে এগ্রিকালচারাল ক্লাইমেট এ- এন্টিসিপিটরি এ্যাকশান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে এসএএও ও এসএপিপও বৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। প্রকল্প পরিচালক ড. মোঃ শাহ কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, ইউআই/ইউএক্স মোঃ খায়রুল ইসলাম, এসিএফ এর প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবির সুমন, আরইএমইএস মেটিওরোলজিস্ট সৈয়দা সাবরিনা সুলতানা, এসএপিপিও বিল্লাল হোসেন প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে কৃষি আবহাওয়া, জলবায়ু, এন্টিসিপিটরি এ্যাকশান ফর সাইক্লোন, আবহাওয়ার পূর্বাভাস, পাইলট ক্রপস্টেজ মনিটরিং সিস্টেম ডেভেলপমেন্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।