জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন ৫ আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এ দেশের ছাত্রসমাজ ও গণতন্ত্র বিশ্বাসী জনগণ মানুষের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এদেশ থেকে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো এদেশের মাটিতে বিভিন্ন ষড়যন্ত্র চেষ্টা অব্যহ রেখেছে। তাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সোমবার দুপুরে মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল হোসেন রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মাসুদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান তার নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।