ভোলার দৌলতখানের নূর মিয়ার হাট বিএনপির আঞ্চলিক অফিসে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় লোকজন। সোমবার ২১ অক্টোবর বিকালে অসহায় ও দুস্থ জেলেদের মাঝে চাল বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টি কারী ও অনিয়মের বিরুদ্ধে এ সম্মেলন করা হয়। সম্মেলনে সুবিধা ভোগী দুস্থ ও অসহায় জেলেরা ছাড়াও স্থানীয় বিএনপি দলীয় লোকজন উপস্থিত ছিলেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির আঞ্চলিক অফিসের সভাপতি মো. ফরিদ হোসেন মাস্টার।
সভাপতি সাংবাদিকদের মাধ্যমে এলাকার সাধারণ জনসাধারণ ও প্রশাসনের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে দুই হাজার চৌদ্দ সালে সাধারণ জেলেদের নামে যে সব কার্ড করা হয়েছে তা তারা জানত না। জেলেদের নামের এসব কার্ড ও কার্ডের চাল মেম্বাররা এবং চেয়ারম্যান নিয়ে যেত। এ ছাড়া কার্ডধারীদের অনেকেই প্রকৃত জেলেনা। এমনকি একই লোকের নামে বিভিন্ন ওয়ার্ডেও কার্ড রয়েছে। বিএনপি করার কারণে বিএনপি মনা জেলেদের সুবিধা ভোগী কার্ড থেকে তাদের বঞ্চিত করে আওয়ামী লীগ দলীয় লোকজনের নামে কার্ড করে এসব কার্ড মেম্বার চেয়ারম্যানের কাছে রেখে দিত। বিগত কয়েক দিন ধরে ইউনিয়ন পরিষদে সুবিধা ভোগী জেলেদের মাঝে সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হচ্ছে। জেলেদের কার্ড, জাতীয় পরিচয় পত্র দেখে মৎস্য অফিসের প্রতিনিধি, ট্যাক অফিসার ও পরিষদের সচিব নিয়মতান্ত্রিক ভাবে চাল বিতরণ করছেন। ভোলা - ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নির্দেশে বিএনপি দলীয় লোকজন প্রশাসনের সাথে চাল বিতরণে সহযোগিতা করছে। স্থানীয় একটি মহল প্রশাসনের কাছে চাল বিতরণের অনিয়মের ধোয়া তোলে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনিয়মও বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের ষড়যন্ত্র রুখে দিতে সোচ্চার। সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ ফেসবুকে চাল বিতরণে অপপ্রচার রোধে প্রশাসনের দৃষ্টির দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ষড়যন্ত্র, অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়।