খুলনার দিঘলিয়া উপজেলার কিশোরীদের দেওয়া হবে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে টিকা।
দিঘলিয়া উপজেলার ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার কিশোরীর প্রত্যেককে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪বছর বয়সী কিশোরীদের দেওয়া হবে এ টিকা। সোমবার বেলা ১১টার সময় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও পাথ এর সহযোগিতায় অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃমাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশু বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাাহাআলম, পলাশ কুমার বিশ্বাস, উপজেলা একাডেমি সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আবুল কাসেম, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন প্রমুখ।
অ্যাডভোকেসি সভায় উপজেলা সহকারী ভূমি কমিশনার দেবাশু বিশ্বাস বলেন, সারা দেশে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সরকার এই টিকা বিনামূল্যে দিচ্ছে।