বাধাহীন দর পতন চলছে শেয়ারবাজারে। গত ১২ আগস্ট থেকে যে দর পতন শুরু হয়েছে, তা থামার নাম নেই। যারা ধৈর্য ধরে শেয়ার ধরে রাখছিলেন, এখন তারাও শেয়ার বিক্রি করছেন। ফলে মাত্রা ছাড়াচ্ছে দরপতনের হার। তার পরও সংশ্লিষ্ট সবাই নির্বিকার, যেন কারও কিছু করার নেই। গত রোববারও ব্যাপক দর পতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ২৫টির দর বেড়েছে। বিপরীতে ৩৪৩টি বা মোট শেয়ারের সাড়ে ৮৬ শতাংশ দর হারিয়েছে। দর অপরিবর্তিত ছিল ২৬টির। অব্যাহত দর পতন সত্ত্বেও এ নিয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জ এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর দুই সংগঠন ডিবিএ ও বিএমবিএ নেতারা কিছু বলছেন না। এ অবস্থায় সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পতিত সরকারের সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দুর্বল কোম্পানি তালিকাভুক্ত করা এবং কারসাজির মাধ্যমে বহু শেয়ারের দর অযৌক্তিক পর্যায়ে তোলা হয়েছিল। যাতে দর পতন না হয়, তার জন্য ফ্লোর প্রাইস, সার্কিট ব্রেকারের নিয়ম আটকে কৃত্রিম ব্যবস্থা আরোপ করা হয়েছিল। এখন কৃত্রিম ব্যবস্থা না থাকায় এবং প্রকৃত অবস্থা বের হয়ে আসার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা ওইসব শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ কারণে দর পতন হচ্ছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। তাছাড়া অতীতের দুরবস্থা ও শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের বিষয়টি বিবেচনা করে সুবিধা দেবে।