নাটোরের সিংড়ায় অবৈধভাবে মাটি বিক্রয়ের অপরাধে আবদুল জলিল নামের এক ব্যক্তির কাছ থেকে অর্ধলাখ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মহেশচন্দ্রপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থ দন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এর অপরাধে ১৫ ধারায় দন্ডিত ব্যাক্তিকে এই শাস্তি প্রদান করা হয়েছে।