বর্তমানে বাজার ব্যবস্থায় এমন পর্যায় তৈরি হয়েছে, যা মানুষের নাভিশ্বাস উঠার মত অবস্থা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ এখন বে-সামাল হয়ে পড়ছে। দিন দিন কেবল বাড়তির খবর শুনছে মানুষ। কমতির খবর নেই। এমন বাড়তির খবর শুনতে শুনতে মানুষের এখন জীবন চালানোই দায় হয়ে পড়ছে। গত জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবে এ দেশের সরকার পরিবর্তন হয়েছে। এতে সাধারণ মানুষের মনে আশা জেগেছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে আগের তুলনায় মানুষের ভোগান্তি আরও বেড়েছে। তবে অন্তর্বর্তী সরকারের কাছে কারোই এমন প্রত্যাশা ছিল না। সম্প্রতি অভিযোগ উঠেছে, সরকার নির্ধারণকৃত পণ্য বিক্রেতারা বিক্রি করছেন নিজেদের ইচ্ছে মতো। যেমন খুশি তেমন দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে সরকারি ভাবে তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখেনি জনগণ। পত্রপত্রিকার খবরাখবর থেকে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গত ১৫ সেপ্টেম্বর সরকার ডিম ও মুরগির মূল্য নির্ধারণ করে দেয়। নির্ধারিত মূল্য অনুযায়ী খুচরা পর্যায়ে ফার্মের মুরগির প্রতিটি ডিমের দাম রাখা হয় ১১ টাকা ৮৭ পয়সা। সে হিসেবে প্রতি ডজন ডিমের মূল্য ১৪২ টাকা ৪৪ পয়সা। কিন্তু উদ্বেগের বিষয় হলো বাজারে নির্ধারিত মূল্য চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিমে দাম। এছাড়াও সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির মূল্য ১৭৯ টাকা ৫৯ পয়সা। কিন্তু বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকায়। সোনালি মুরগি ২৬৯ টাকা ৬৪ পয়সা কেজি নির্ধারণ করা হলেও বাস্তবে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার ও সোনালি মুরগির ক্ষেত্রেও বিক্রেতারা মানছেন না সরকারের বেঁধে দেওয়া মূল্য। বাজারে স্বস্তি মিলেনি গরুর এবং খাসির মাংসেও। ভাতে-মাছে বাঙালির বাংলাদেশে মাছের বাজারেও মিলছে না স্বস্তি। মাছ ভেদে সকল মাছের কম বেশি দাম বেড়েছে। নিম্ন আয়ের মানুষের নিত্যদিনের সঙ্গী সবজি, সেই সবজি কিনতে এখন গুনতে হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি টাকা। পাশাপাশি পিঁয়াজসহ মসলার বাজারেও এখন আগুন। সপ্তাহখানেক আগে পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে। এখন তার মূল্য ১৩০ টাকা। এভাবেই প্রত্যেকটি জিনিসের দাম লাগামহীন ভাবে বেড়েই চলছে। দেশে সাধারণত যে পণ্যের মূল্য একবার বেড়ে যায় তা আর কমে না। কোনো পণ্যের ওপর শুল্ক বাড়ানো হলে তার মূল্য বেড়ে যায় শুল্কের হারের চেয়ে বেশি। কিন্তু যে পণ্যের ওপর শুল্ক কমানো কিংবা শুল্কমুক্ত করা হয় সেসব পণ্যের দাম কমে না কখনোই। তবে একটি সরকার পরিবর্তন হলে মানুষ নতুন করে আশাবাদী হয়, স্বস্তি পেতে চায়। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিও মানুষের সেই প্রত্যাশা রয়েছে। তাই বাজারব্যবস্থায় সিন্ডিকেট, চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীসহ নানা মহলের যে দৌরাত্ম্য রয়েছে তা প্রতিহত করতে সরকারকে দ্রুত উদ্যোগী হতে হবে।