বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী মাদ্রাসা রাস্তায় অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় ছামিতুন বেওয়া (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২১ অক্টোবর) বিকেল পোনে ৫ টায়। নিহত ছমিতুন বেওয়া, সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম প্রাং এর স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় বগুড়া হতে ছেড়ে আসা লোকাল ট্রেনের ধাক্কা লেগে ঘটনারস্থানেই ছমিতুন বেওয়া মৃত্যু বরন করেন। সংবাদ পেয়ে স্বজনরা এসে লাশ শ্মনাক্ত করেন। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, ছমিতুন বেওয়া একজন চাকুরীজীিব ছিলেন। সে কি কারণে সোন্দাবাড়িতে গিয়েছিল তা জানা সম্ভব হয়নি।