ফরিদপুরের নগরকান্দায় মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক আসাদুল মৃর্ধার (২০) পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলার ধর্মদী গ্রামের লায়েক মূর্ধার পুত্র। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই আব্দুল্লাহ কাফি জানান, যদুরদিয়ায় ভাঙ্গাগামী প্রাইভেটকার ও ফরিদপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেলটি সম্পূর্ন দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোটর সাইকেলের চালক আসাদুল মৃধা ঘটনা স্থলেই নিহত হয়েছে। আমরা চালকের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।