বাজারে হাতের নাগালেই মিলছে পলিথিন ব্যাগ। ঘরে আনা এসব পলিথিন ব্যাগ যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। তাতে এরই মধ্যে পরিবেশ বিপর্যয় ঘটতে শুরু করেছে। শুধু পলিথিন ব্যাগ নয়, প্লাস্টিক সামগ্রীও আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। আশির দশকে পলিথিন ব্যবহার প্রথম শুরু হয় এবং তা ভোক্তাদের কাছেও বেশ গ্রহণযোগ্য হয়ে উঠে। কিন্তু এই পলিথিন বা প্লাস্টিকের ক্ষতির দিক চিন্তা করে ২০০২ সালে বাংলাদেশে প্রথম আইন প্রণয়ন করে প্লাস্টিক পণ্য ‘পথিলিন’ নিষিদ্ধ করা হয়। কিন্তু এই অগ্রগামী উদ্যোগ তখন বাস্তবায়ন করা হয়নি। ওজনে হালকা ও সহজে বহনযোগ্য হওয়ার কারণে প্লাস্টিক পণ্য ভোক্তাদের বেশি পছন্দের কারণ হয়। ২০১০ সালে বাংলাদেশ সরকার দ্বিতীয়বারের মতো বাজারে পলিথিন বন্ধে উদ্যোগ গ্রহণ করে। সেই সময় ১৭টি পণ্যের মোড়ক হিসেবে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়। পলিথিন ব্যাগ ছাড়াও আমাদের দেশে প্লাস্টিক দিয়ে তৈরি বালতি, বোতল, গ্লাস, চামচ, দড়ি, খেলনা ইত্যাদি জিনিসপত্র দেখা যায়। প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশগত সমস্যা বাড়ছে। ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে থাকা ২৬টি খালের বেশির ভাগেরই পানিপ্রবাহ নেই পলিথিনের কারণে। এ ছাড়া কল্যাণপুরের ছয়টি খাল, কাঁটাসুর খাল, দ্বিগুণ খাল, জিরানি খাল, সবুজবাগ বাসাবো খাল, রূপনগর খাল, রূপনগর ব্রাঞ্চ (আরামবাগ) খাল এবং দেবধোলাই খালও পলিথিনদূষণে বিপর্যস্ত। নগরবাসী সরাসরি খালে নিক্ষেপ করে পলিথিনসহ অন্যান্য বর্জ্য। এসব খাল পরিষ্কার করার মাসখানেকের মধ্যেই আবারও পলিথিন ও অন্যান্য বর্জ্যে অচল হয়ে যায়। প্লাস্টিক ও পলিথিন সহজে পচে না। এই পলিথিন ব্যাগ ব্যবহারের পর ফেলে দেওয়া হলে তা মাটির সঙ্গে মিশতে সময় নেয় সাড়ে ৪০০ থেকে ৫০০ বছর। এমনকি মাটির অনেক নিচে যাওয়ার পর এসব প্লাস্টিক পণ্য ধ্বংস করছে মাটির স্বাভাবিক স্তরকে। বুড়িগঙ্গা, যমুনা নদীসহ বাংলাদেশের নদনদী প্লাস্টিক ব্যবহারের ফলে ব্যাপকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে জলজ জীবের ক্ষতি হচ্ছে। এ ছাড়া ডাস্টবিনসহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া পলিথিন জলাবদ্ধতার সৃষ্টি করে। পলিথিন জমা হয়ে নদীর তলদেশও ভরাট করে ফেলে। নদী খনন করেও এর পুরোনো অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। রাষ্ট্রে পলিথিন উৎপন্ন, বিপণন ও ব্যবহার হচ্ছে; কিন্তু রাষ্ট্র নীরব। বিক্ষিপ্তভাবে পলিথিন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে বিভিন্ন সময়; কিন্তু অভিযান সব খুচরা বাজারকেন্দ্রিক। পলিথিন বন্ধ করতে হলে অবশ্যই কারখানা বন্ধের উদ্যোগ নিতে হবে। খাল, বিল, নদী, এমনকি সাগরের দূষণের অন্যতম কারণ পলিথিন ও প্লাস্টিক। সরকার উদ্যোগ না নিলে পুরো দেশের মাটি ও পানি দূষিত হবে। কৃষির উৎপাদনও বিনষ্ট হবে। অন্যদিকে মাটিতে প্লাস্টিকের তৈরি টক্সিক রাসায়নিক পদার্থ গাছে মিশে যাচ্ছে। প্লাস্টিক মানুষের শরীরে আরো অনেক মরণ ব্যাধির পাশাপাশি ক্যান্সারের জন্য দায়ী। পলিথিন ও প্লাস্টিকের দূষণ বন্ধে নাগরিক সচেতনতার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগও জরুরি।