পিরোজপুর সদর উপজেলা ভুমি অফিসকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জন-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভুমি কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক), এ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে সদর উপজেলা ভুমি অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সনাক এর ভুমি উপকমিটির যুগ্ম-আহবায়ক খালিদ আবুর শুভেচ্ছা বক্তব্যের দিয়ে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর এম. জহিরুল কাইউম এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা, সনাক সদস্য মো. লুৎফর রহমান খান, মো. সোহান শিকদার ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর এম. জহিরুল কাইউম। আলোচনা সভায়, নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, স্টাফ ও দালালদের দৌরাত্ম নিরসনে ব্যবস্থা গ্রহন, অতিরিক্ত অর্থ প্রদান না করলে বিভিন্ন অযুহাতে নামজারি কেস খারিজ করে দেওয়া, পর্চার জন্য অতিরিক্ত টাকা নেওয়া, সিটিজেন চার্টার টাঙানো, মিস কেসের দীর্ঘসুত্রিতা, দৃশ্যমান স্থানে অভিযোগ বক্স স্থাপন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। জবাবে সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা বলেন, আলোচিত বিষয়গুলি সত্য এবং এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি। বেতন কাঠামো ও কিছু অসাধু স্টাফের কারণে আমাদের নিয়মিত কাজের ব্যত্যয় ঘটছে। সনাক ও এসিজিকে কমিউনিটি লেভেলে ভুমির ডিজিটাল সেবা সম্পর্কে জানাতে অনুরোধ করেন ভুমি কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, আলোচ্য বিষয়গুলি অতীব জরুরী। সেবা পেতে প্রতিবন্ধকতা সৃস্টি করে এমন সব সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন আরটিআই, এনআইএস ও ভুমি বিষয়ক অনলাইন সেবা নিশ্চিত করা গেলে দুর্নীতি আরও কমবে। পাশাপাশি সনাক ও ইয়েস সদস্যদেরকে কাজে লাগিয়ে ভুমি বিষয়ক সেবার মান আরও উন্নত করা যাবে বলে তিনি মত দেন।