বাগেরহাটের চিতলমারী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষক পদক ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, প্রধান শিক্ষক কাজী কামরুল ইসলাম, মোঃ মহিতুল ইসলাম, মুকুল কিশোর মজুমদার, কবিতা রানী মন্ডল,সহকারী শিক্ষিকা জাকিয়া খানম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রীনা রানী বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, শংকর কুমার বিশ্বাস, প্রভাত হালদার সহ অনেকে। আলোচনা শেষে শ্রেষ্ঠদের সম্মাননা ক্রেস্টপ্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার। শ্রেষ্ঠদের মধ্যে রয়েছেন মানস কুমার তালুকদার উপজেলা সহকারী শিক্ষা অফিসার,মোঃ মহিতুল ইসলাম প্রধান শিক্ষক, কল্যাণী রানী বাড়ৈ প্রধান শিক্ষিকা,কাজী কামরুল ইসলাম,কাব শিক্ষক, অনুপ বোস সহকারী শিক্ষক, ঝুমা রায় সহকারী শিক্ষিকা, বিপ্লব কান্তি দাস কর্মচারী উপজেলা শিক্ষা অফিস, শ্রেষ্ঠ বিদ্যালয়ের মধ্যে রয়েছে সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানস কুমার তালুকদার উপজেলা সহকারী শিক্ষা অফিসার চিতলমারী।