নীলফামারীর সৈয়দপুরে এক ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই টাকা ছিনতাইয়ের শোকে মারা গেছেন গ্রাহক আশরাফ হোসেন। এটি ঘটেছে ২১ অক্টোবর সৈয়দপুর শহরের প্রানকেন্দ্র মদিনা হোটেল মোড়ে। জানা যায়, কামারপুকুর ইউনিয়নের অসুর খাই গ্রামের আশরাফ হোসেন (৬৫) ইসলামি ব্যাংক থেকে ২৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ তুলেন। ওই টাকা তোলার সময় ছিনতাই চক্র নজরে রাখেন তাকে। একসময় ব্যাংক থেকে বাইরে এলে তাকে আয়ত্বে নেয় ছিনতাই চক্র। আত্মীয় পরিচয় দিয়ে চা নাস্তা খাওয়ার কথা বলে নিয়ে যায় হোটেলে। ভাংতি টাকা আছে এমন কথা বললে ওই ব্যক্তি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করলে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনায় মাথা ঘুরে পড়ে যান আশরাফ হোসেন। এ অবস্থায় তাকে নেয়া সৈয়দপুর সরকারি হাসপাতালে। সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন জানান,সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ দিয়ে ছিনতাইকারীকে সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।