পাবনার সুজানগরে একই স্থানে একই সময়ে বিএনপির দু’গ্রুপ সমাবেশ আহবান করায় ১৪৪ধারা জারি করেছে সুজানগর উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার সাগরকান্দী ইউনিয়ন বিএনপির দু’গ্রুপ সাগরকান্দী বাজারে পাল্টা-পাল্টি সমাবেশ আহবান করলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ১৪৪ধারা জারি করেন। স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের রামকান্তপুর চরে সরকারিভাবে সৌর বিদ্যুতের একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই প্রকল্প থেকে সুবিধা নেওয়াকে কেন্দ্র করে সাগরকান্দী ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সালাম মোল্লা গ্রুপ ও তরিকুল ইসলাম গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। গত সপ্তাহে এ নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপে ৪/৫জন আহত হয়। এরই জের ধরে সোমবার বিকাল ৩টায় উভয় গ্রুপ সাগরকান্দী বাজারে একই স্থানে একই সময়ে পাল্টা-পাল্টি সমাবেশ আহবান করে। এতে রক্তক্ষয়ী সংঘের্ষের আশঙ্কা দেখা দেয়। ফলে উপজেলা প্রশাসন ১৪৪ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন স্থানীয় দু’টি পক্ষ ওইদিন বিকাল ৩টায় সাগরকান্দী বাজারে একই স্থানে একই সময়ে সমাবেশ আহবান করায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আশঙ্কা দেখা দেয়। ফলে জনস্বার্থে ১৪৪ধারা জারি করা হয়।