নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের অপসারণের দাবি নিয়ে সড়ক অবরোধ করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২১ অক্টোবর শিক্ষার্থীরা সৈয়দপুর রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শতাধিক যানবাহন সড়কে আটকা পড়ে। ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে আসেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আমিনুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের দাবির সাথে এক মত প্রকাশ করেন। তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। জানা যায়, কামারপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন কয়েক বছর পুর্বে এক শিক্ষার্থীর সাথে প্রেমে জড়িয়ে পড়েন। এক পর্যায় ওই শিক্ষার্থীকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে ওই শিক্ষার্থী প্রেমের বিষয়টি ফাঁস করে দেয়। পরে থানা পুলিশ,মামলা এবং স্কুলের অন্যান্য শিক্ষার্থী, অভিভাবকরা আন্দোলন শুরু করে। ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুল ক্যাম্পাস শিক্ষার্থীদের আন্দোলনে গরম হয়ে ওঠে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। তবে আদালতে চলে মামলা। কয়েক বছর পর গত আগস্ট মাসে ওই প্রধান শিক্ষককে বিএনপির কতিপয় লোক আবার চেয়ারে বসে দেয়। এতে ফুসে ওঠে শিক্ষার্থীসহ।শিক্ষকগন। তারই ধারাবাহিকতায় ২১ অক্টোবর আবার আন্দোলন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন বলেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি এখনো বৈধ প্রধান শিক্ষক। একটি মহল আমাকে চাকরীচূত্য করতে আন্দোলনে নেমেছে। আমি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি।