চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩২৭ জন প্রান্তিক সুফলভোগী মৎস্য চাষিদের মাঝে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।সোমবার উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীনের সভাপতিত্বে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩২৭ জন প্রান্তিক মৎস্য চাষিদের বিনামূল্যে ৬শ ৫০ কেজি পোনা বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব আবদুল কাদের, মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইছমাইল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মেম্বার, বিএনপি নেতা সেলিম শিকদার, আলি আকবর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী এরশাদ, মোঃ জসিম উদ্দিন মেম্বার, রফিক মেম্বার, মো. জালাল উদ্দিন মেম্বার, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ লোকমান হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।