চট্টগ্রামের হাটহাজারীতে সোমবার উপজেলা প্রশাসন হাটহাজারী বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৫ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এ সময় বাজারে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না প্রকাশসহ অন্যান্য কারণে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। মোঃএনাম পিতা আবদুর রহমানকে ২ হাজার টাকা,বদিউল আলম পিতা আহম্মদুর রহমানকে ১হাজার টাকা, নুরুল আজিম পিতা নুর হোসেনকে ১হাজার টাকা ,মোহাম্মদ হোসেন পিতা আবুল কাশেমকে ২হাজার টাকা,মোঃ হেলাল পিতা মোঃ রশিদকে ১ হাজার টাকা সহ মোট ৭হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম মশিউজ্জামান,সহকারী কমিশনার ( ভূমি) মেহেরাজ শারবীন, কৃষিকর্মকতা কৃষিবিদ মোঃআল মামুন শিকদার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।