ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবিরকে (৪২) হত্যা মামলায় গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত রোববার রাতে সরাইল সদরের বিএডিসি সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা থেকে হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সরাইল থানায় করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হুমায়ুন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রয়াত আমির আলীর ছেলে। তবে হুমায়ুন ওই মামলার এজহারভুক্ত আসামি নন। সোমবার আদালতের মাধ্যমে হুমায়ুনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আগামী তারিখে হুমায়ুনের রিমান্ড চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. রহমান খান পাঠান। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর হেফাজত কর্মী দাবীদার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মাওলানা সুলতান উদ্দিন সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, নজিবুল বশর মাইজ ভান্ডারী, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও আওয়ামী লীগের সংরক্ষিত আসনের (৩১২) সাবেক সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদসহ ৬৭ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরো ৩০০ জনকে করা হয় আসামী। এই মামলার বাদী ও হুমায়ুন একই গ্রামের বাসিন্দা। এই মামলায় গত ৬ই সেপ্টেম্বর সাবেক মহিলা এমপি শিউলি আজাদকে গ্রেপ্তার করেন পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত শিউলি আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজহারে বলা হয়- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ২০২১ খ্রিষ্টাব্দের ২৬ শে মার্চ থেকে আলেম ওলামা তৌহিদী জনতা মিছিল করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ওই বছরের ২৮ শে মার্চ ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সরাইলের কুট্রাপাড়া লাল শালুক হোটেলের সামনের মিছিলে লিটন মিয়া অংশগ্রহণ করে। এর আগে আন্দোলনকে প্রতিহত করতে প্রধান আসামি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম মোক্তাদির চৌধুরী, নজিবুল ইসলাম মাইজ ভান্ডারি, এড. জিয়াউল হক মৃধা, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ ও এড. নাজমুল হোসেনের নির্দেশে, প্ররোচনায় হুকুমে আওয়ামী লীগ অঙ্গসংগঠন জাতীয় পার্টি ও মহাজোটের নেতা কর্মীরা বৈঠক করেন। শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করার উদ্যেশ্যে এজহার নামীয়সহ অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ককটেল বিস্ফোরণ ঘটাইয়া ত্রাসের সৃষ্টি করে। আন্দোলনকারীরা দিক বিদিক দৌঁড়াদৌঁড়ি শুরূ করে। আসামীদের আগ্নেয়াস্ত্রের গুলিতে লিটন মিয়ার শরীরে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বাদী মাওলানা মো. সুলতান উদ্দিন অন্যান্য লোকজনের সহায়তায় লিটনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময়ে এই ঘটনায় সরাইল থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিতে রাজি হননি। কিন্তু নিহত লিটনের আপন ছোট ভাই মামুন মামলাটি দায়ের করায় বাদী সুলতান উদ্দিনের উপর ক্ষুদ্ধ হয়ে আছেন। মামুন বলেছেন, বাদী সুলতানকে তিনি চিনেন না। লিটন পীরবাড়িতে পুলিশের গুলিতে মারা গেছে। আর সুলতান উদ্দিন নাকি সরাইল এলাকা দেখিয়ে মামলা করেছেন। সে কেন? কার স্বার্থে? আমার ভাইকে পুঁজি করে মামলা করেছে। আমি সুলতানকে দেখতে চাই। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. রহমান খান পাঠান বলেন, আগামী তারিখে আসামি হুমায়ুন কবিরের নিমান্ড চেয়ে আবেদন করব। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক চেয়ারম্যান হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফাজতের দায়ের করা (বাদী সুলতান উদ্দিন) মামলার সন্দিগ্ধ আসামি হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।