জরায়ু ক্যান্সার প্রতিরোধে পিরোজপুরে পাঁচ সহস্রাধিক কিশোরীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এর টিকা দেওয়া হবে। ২৪ অকটোবর থেকে এ টিকাদান কর্মসূচি চালু হবে। এ উপলক্ষে সোমবার দুপুর ১২ টায় পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং করেন। ব্রিফিং-এ তিনি বলেন ২৪ অকটোবর থেকে ১৮ কর্ম দিবসে জেলার ৭ উপজেলায় ৫৬ হাজার ৭৩৭ কিশোরীকে এ টিকা দেওয়া হবে। তিনি বলেন আমাদেও দেশে প্রতি বছর ৮ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ৫ হাজার মারা যায়। যাতে নারীরা ওই ক্যান্সারে আক্রান্ত না হয় সেজন্য সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় বিনা মূল্যে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের ওই টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস. এম. তানভীর আহমেদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশ্ব স্বাাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. সাজিয়া নওশীন ও ডা. মো: আরিফ হাসান।