ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে তুন সভাপতি নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন। ফার্মেসী বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি এ- জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান। অন্যদিকে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান। এ বিষয়ে পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি বিশ্ববিদ্যালয় ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী তিন বছরের জন্য ওই বিভাগ দুইটির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তাঁরা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।