চাঁদপুরের হাজীগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রী মরিয়ম বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে স্বামী মহিন উদ্দিনকে মৃত্যু দন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। সোমবার দুপুরে এই রায় প্রদান করেন বিচারক (জেলা জজ) মো: আবদুল হান্নান। আদালত সুত্রে জানা যায়, মামলায় বাকী ৪ আসামীকে খালাস দেয়া হয়। মামলার বাদী বাবা হাজী নেয়ামত উল্লা মিজির দেয়া অভিযোগে গেলো ২০১৭ সালে ২ সেপ্টেম্বর রাতে এক লাখ টাকা যৌতুকের দাবীতে শারিরীক নির্যাতনের পর শ্বাসরোধ করে তার মেয়েকে হত্যা করা হয় বলে উল্লেখ করেন। মামলায় ৯ জনের স্বাক্ষী প্রদান শেষে আসামীর উপস্থিতিতে সোমবার এই রায় দেন আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি স্বামী মহিন উদ্দিন হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।