পিরোজপুরের কাউখালী উপজেলা পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে আগুন লেগে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার (২১ অক্টোবর) রাত একটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চিরাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ১০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের লাগা আগুন আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা। পল্লী বিদ্যুৎ এর ইনর্চাজ শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ কেন্দ্রের আন্ডার গ্রাউন্ড ক্যাবলের মাথায় শর্টসার্কিট দু’টি লাইন পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় রাতে পুরো কাউখালীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।। রাতেই নিরালস ভাবে কাজ করে পল্লী বিদ্যুৎ এর কর্মীরা প্রায় দেড় ঘন্টা পড়ে রাত আড়াইটায় বিদ্যুৎ চালু করতে সক্ষম হয়।