পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২১অক্টোবর সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে উপজেলার কর্মরত শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান, কাঠালিয়া স্কুল এ- কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পূর্ব আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস, কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামছুর রহমান মিজান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলিস্ট এ বি এম আনিসুল হক। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, এক ডোজ টিকা কিশোরী অবস্থায় নিলে তা জরায়ু ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকরী। বাচ্চাদের নিরাপত্তার জন্য টিকা নিতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।