মণিরামপুর থানা বিএনপির উদ্যোগে মরণফাঁদ ভবদহ জলাবদ্ধ অভিমুখে লংমার্চ সফল করতে গৃহীত প্রস্তুতি তুলে ধরতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে রোববার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এ সময় থানা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন আগামী ২৭ অক্টোবর ভবদহ অভিমূখে অনুষ্ঠ্যতব্য লংমার্চের গুরুত্ব জাতীয় পর্যায় তুলে ধরতে মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা পালন ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। ১১ দফা দাবী বাস্তবায়নের নিমিত্তে এই লংমার্চ হবে বলে মতবিনিময়ে আলোকপাত হয়। মরণফাঁদ ভবদহের করালগ্রাসে পানিতে প্লাবিত বানভাসি মানুষের স্থায়ী জলাবদ্ধতা নিরাসন এই লংমার্চের মূল লক্ষ্য। মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ'সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।