যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী সাবিনা খাতুন তার স্বামী আনারুল ইসলামকে (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার রাতে যশোর বেনাপোল মহাসড়কের পুরন্দরপুর নামক স্থানে যশোর গামী অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী তাজউদ্দীন জানান, সোমবার রাত অনুমান ৯ টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, ৫০০ গজ দূরেই ব্রাক অফিসে আনারুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত। ওই রাতে আনারুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে অফিস ছুটি শেষে স্ক্রুটি মোটরসাইকেলে চড়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বেনাপোল থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রাকটি যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পুরন্দরপুর নামক স্থানে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনারুল ইসলাম ৪৫ গুরুতর আহত হলে স্থানের ঝিকরগাছা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সাবিনা খাতুন ঝিকরগাছার হাজির আলী ব্রাক অফিসে ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত আছেন। নাভারণ হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মফিজুর রহমান সোমবার দুপুরে জানান, বেনাপোলগামী অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আনারুল ইসলামের (৪৫) মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।