ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত রোববার রাতে সরাইল-অরূয়াইল সড়কের সরাইল সদরের বিএডিসি সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা থেকে হেফাজতের দায়ের করা একটি হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। হুমায়ুন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রয়াত আমির আলীর ছেলে। তবে গ্রেপ্তারের আধা ঘন্টা পর এ বিষয়ে সরাইল থানার দায়িত্বশীল কর্মকর্তাদের একাধিকবার ফোন দিলেও ওঁরা রেসপন্স করেননি। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর হেফাজত কর্মী দাবীদার রসুলপুর গ্রামের মাওলানা সুলতান উদ্দিন বাদী হয়ে ৪ এমপিসহ ৬৭ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা করেছিলেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০০ জনকে। সুলতান উদ্দিন ও চেয়ারম্যান হুমায়ুন একই গ্রামের বাসিন্দা। আর ওই মামলার সন্দিগ্ধ আসামি হুমায়ুন কবির। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে সরাইল বিএডিসি ষ্ট্যান্ড এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান এস আই মো. রহমান খান পাঠান। অভিযানকালে তিনি একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে চুন্টা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে আটকের কথা বলে থানায় নিয়ে যান। রাত ৯টার পর জানায় যায় হুমায়ুন কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক চেয়ারম্যান হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফাজতের দায়ের করা (বাদী সুলতান উদ্দিন) মামলার সন্দিগ্ধ আসামি হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।