‘৫২’ এর ভাষা আন্দোলনের সিপাহসালার দেশবরেণ্য জাতীয় নেতা কেন্দ্রীয় ডেমোক্রিটিক লীগের সাবেক সভাপতি অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা জনসমূদ্রে পরিণত হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় খালি মাঠে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী ছাড়াও আশপাশে অনেক মহিলা উপস্থিত ছিলেন। শোক সভা একসময় জনসমূদ্রে পরিণত হয়। সকল বক্তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য পিতা অলি আহাদের যোগ্য কন্যা ব্যারিষ্টার রূমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন দেয়ার জোর দাবী জানিয়েছেন। সেই সাথে সেখানে দেশ প্রেমিক গণতান্ত্রিক নেতা অলি আহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক এমপি ও তুখোড় টকশো ব্যক্তিত্ব ব্যারিষ্টার রূমিন ফারহানা উপস্থিত সকল নেতা কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভাইয়েরা এই দেশের মাটি বারবার শোষকদের হাতে চলে যায়। গত ১৫ বছর আমরা কঠিন সময় পার করেছি। ঘরে ঘরে মামলা। তুলে নিয়ে যাওয়া। মেরে ফেলা। বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করা। চাকরি থেকে সরিয়ে দেয়া। প্রমোশন না দেয়া। চাকরি না দেয়া। মাসের পর মাস আমার ভাইয়েরা জেলে থেকেছে। গুম হয়েছে। পুলিশ ধরে নিয়ে থানায় ঢালাও ভাবে নির্যাতন করেছে। তারপর আসল জুলাই মাস। সেই মাসে ছাত্র জনতার রক্ত দিয়ে শেখ হাসিনাকে বাধ্য করল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে। উবায়দুল কাদের থেকে শুরূ করে আওয়ামী লীগের যে সব নেতাকে আমরা ক্ষণে ক্ষণে টেলিভিশনের পর্দায় দেখতাম তারা যেন হঠাৎ নাই হয়ে গেল। তাদেরকে আর টোকাইয়া কোথাও পাওয়া যায় নাই। তারপরও সাবধান। ৭৫ সালের ১৫ই আগষ্টের পর বাংলাদেশের মানুষ স্বস্থির নি:শ্বাস ফেলেছিল। একটা বাড়িতেও কান্নার রূল উঠেনি। একটি মানুষও আপসোস করেনি। আল্লাহর কি বিচার। এত বছর পর গত ৫ই আগস্ট আমরা একই ধরণের ঘটনা দেখলাম। হাসিনা একদিকে পালাইল আর মানুষের মধ্যে আনন্দ আর আনন্দ। খুশি আর খুশি। মুক্তি আর মুক্তি। ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। আপনারা হয়ত কিছু কিছু টের পাঁচ্ছেন। ভোটের কোন নিশানা কিন্তু দেখি না। সাবধান করে দেয় এই দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে। বারবার রক্ত দিয়েছে। মানুষের ধৈর্য্যরে পরীক্ষা নিবেন না। মানুষের ভোট দেয়ার সুযোগ তৈরী করে দেন। মানুষ যাকে খুশি তাকেই বেঁচে নিবে। এই দেশ চলবে মানুষের রায়ে। ক্ষমতায় যাবে সেই দল যেই দলকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিবে। বিনা ভোটের সরকার বাংলাদেশে আর কোন দিন আমরা আসতে দেব না ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মাটি কৃতী সন্তানের জন্ম দেয়। আপনারা যদি পাশে থাকেন। আপনারা যদি আমাদের হাত শক্তিশালী করেন। আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে তাক লাগানো এমপি নির্বাচিত করব। সবশেষে তিনি প্রয়াত পিতার জান্নাত কামনা করে দোয়ার দরখাস্থ রাখেন।
ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কঁচি। জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এ বি এম মোমিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এড. শফিকুল ইসলাম, সদস্য সচিব মো. আলী আজম, যুগ্ম সম্পাদক জহিরূল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি এড. আনিছুর রহমান মঞ্জু, সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক বাবু শ্রী খোকন চন্দ্র দাস, বিএনপি নেতা মো. ইদ্রিস, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাঈল হোসেন উজ্জ্বল, সম্পাদক ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার ও আশুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, সৎ যোগ্য দেশ প্রেমিক সাহসী নেতা ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। তিনি সারা জীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। ৫২ এর ভাষা আন্দোলনে অলি আহাদের ভূমিকা জাতী কোন দিন ভুলবে না। যোগ্য পিতার যোগ্য উত্তরসূচি শেখ হাসিনার আওয়ামী লীগ তথা সকল রাজনৈতিক দলের জন্য এক আতঙ্কের নাম রূমিন ফারহানা। দাবী আদায়ের জন্য শুধু সংসদ টকশো নয়। তিনি রীতিমত নেমে পড়েন রাজপথে। কোন ধরণের হুমকি ধমকি ভয় ভীতির কাছে কখনো মাথা নত করেন না রূমিন। ১৯৭৩ সালের নির্বাচনে এই আসনে যখন পাস করতে ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। ঠিক সেই সময় এই আওয়ামী লীগই সরাইল কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ভোটের বাক্স ঢাকায় নিয়ে তাদের প্রার্থীকে জয়ী ঘোষণা করেছিলেন। সেই যাত্রা ভোট চুরি করে অলি আহাদকে পরাজিত করেছিলেন। আমরা আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রূমিন ফারহানাকে সংসদ সদস্য হিসাবে পেতে চাই। অলি আহাদের স্বপ্ন পূরণে তাঁর যোগ্য উত্তরসূরি রূমিনকে এই আসনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপি’র নীতি নির্ধারকদের কাছে জোর দাবী জানাচ্ছি। সবশেষে মুফতি শহিদুল ইসলাম দোয়া পরিচালনা করেন।