নেত্রকোনার কলমাকান্দায় নুরুজ্জামান নামে তিন সন্তানের পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার(২১ শে সেপ্টেম্বর) সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা (গাং পাড়া) গ্রামের বারেক মেস্তুরীর ছেলে তিন সন্তানের পিতা নুরুজ্জামান (৪৫) বাড়ির পেছনে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।র ছেলে তিন সন্তানের পিতা নুরুজ্জামান (৪৫) বাড়ির পেছনে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুজ্জামান এলাকায় ঋনগ্রস্ত হয়ে পড়ে। ঋণের চাপে সুদের টাকা না দিতে পারায় হয়তো আত্মহত্যা করেছে বলে লোকমুখের ভাষ্য। এ বিষয়ে মৃত নুরুজ্জামানের পিতা বারেক মেস্তরী জানান, আমার ছেলে ঋণের দায় আত্মহত্যা করেছে। গতকাল রাতে কারা যেনো আমার ছেলেকে পথে আটকিয়ে ঋণের চাপ দিয়েছে টাকা দিতে না পারায় এমন মৃত্যুর পথ বেঁচে নিয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়া শেষে মৃতের ঝুলন্ত লাশ থানায় নিয়ে আসা হয়, পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।