গত ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে চাঁদপুর জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক, অবৈধ মাদক কারবারী এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর আনুমানিক দুপুর আড়াইটার সময় চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার অন্তর্গত রাজাগাঁও এলাকায় মেলা স্থাপনের সংবাদের ভিত্তিতে উপজেলা ভূমি কমিশনার রিফাত জাহান মোবাইল কোর্ট কর্তৃক সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে মোঃ শাহজাহান মিয়া (৫০) পিতাঃ হাজী আবু তালেব এবং মোঃ শাহজামাল (৫৫) পিতাঃ ইসমাঈল ভূইয়াকে আটক এবং বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৫০০.০০ টাকা জরিমানা এবং ১০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে ওই আসামিদেরকে হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।