যশোরের শার্শা উপজেলার বেনাপোল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের শক্তি প্রদর্শনের ঘটনা ঘটেছে। রোববার (২০ অক্টোবর) সকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং বাজারে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ৫ আগস্টের পর কলেজের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটির করার সিদ্ধান্ত করা হয়। তারই পরিপক্ষিতে ভোটাভোটির মাধ্যমে টিআর গঠন করা হয়। এ সময় নুরুজ্জামান লিটনকে সভাপতি ও জামাতের সমর্থক মুজিবর রহমানকে শিক্ষানুরাগী প্রস্তাব করা হয়। এ সময় সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন এসে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দেন জানায়।
তবে এঘটনাটি মিথ্যা বলে দাবি করেছেন সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন। তিনি বলেন, আমি খায়রুজ্জামান মধুকে কমিটির প্রধান করে নতুন কমিটির প্রস্তাব করি। তবে কলেজের অধ্যক্ষ বিষয়টি আমলে না নিয়ে বিভিন্ন ভাবে টালবাহানা শুরু করেন। যে কারণে রোববার সকালে তার কাছে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় লিটন গ্রুপের লোকজন আমার মার্কেটে এসে আমার সমর্থনদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, বেনাপোল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের শক্তি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।