অসময়ে অনেকের চুল সাদা হয়ে যায়। সাধারণত অতিরিক্ত চাপ, জীবনযাপনে অনিয়ম, হজমের সমস্যাসহ নানা কারণে চুলে পাক ধরতে পারে। সমস্যা সমাধানে অনেকে হেয়ার কালার বা বিউটি পার্লারের দ্বারস্থ হন। সমস্যা হলো- টাকা খরচ করে বিউটি পার্লারে চুল রং করলেও কিছুদিনের মধ্যেই চুলের গোড়া থেকে আবার সাদা চুল দেখা যায়। খরচ ও চুলের ক্ষতি করা ছাড়া চুল রং করতে পারাটা সবাই চান। কারণ পার্লারে নানা ধরনের কেমিক্যাল ব্যবহারে হতে পারে চুলের ক্ষতি। তা ছাড়া চুল রং করার পর সেটা যদি টেকসই না হয়, তবে আবার বিপদে পড়তে হবে। এ ছাড়া চুলের ত্বকে অ্যালার্জিসহ অনেকেই নানা সমস্যায় পড়তে পারেন। চলুন একনজরে দেখে নেওয়া যাক চুলের ক্ষতি ছাড়াই যেভাবে চুল রং করতে পারবেন।
প্রাকৃতিক হেয়ার প্যাক
একটি বাসনে দুই চামচ হলুদ নিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। তাপে হলুদ কালচে বাদামি রঙের হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এর মধ্যে এক চামচ কফি পাউডার ও এক চামচ টক দই দিয়ে ভালোমতো মিশিয়ে হেয়ার কালার প্যাক তৈরি করুন।
যেভাবে লাগাবেন
প্যাকটি পুরো মাথায় লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি পাকা চুল গোড়া থেকে কালো করতে সাহায্য করে পাশাপাশি চুলের স্বাস্থ্য ও উজ্জ্বলতাও ফেরাতে সাহায্য করে।
উপকারিতা
কফিতে রয়েছে প্রাকৃতিক রং, যা চুল কালো করতে সাহায্য করে। কফিতে থাকা ক্যাফেইন এবং অন্যান্য উপাদান চুলকে পুষ্টি দেয় এবং মজবুত করে। এদিকে হলুদে থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি স্ক্যাল্পের প্রদাহ কমায়। যা চুল পড়া, চুলকানি ও খুশকির সমস্যা সমাধানে সাহায্য করে। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে।