নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনি দিবাগত রাতে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খান আবদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। ফ্ল্যাটটির ভবনের মালিক ভাড়ার জন্য সকাল থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। তখনো ফোন চালু ছিল। কিন্তু রাতে আ চেষ্টা করে ফোন বন্ধ পাওয়ায় সরাসরি ফ্ল্যাটে গিয়ে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। পাশাপাশি সেখান থেকে বিকট গন্ধ পাওয়ায় তিনি জাতীয় জরুরি সেবা নম্বরে কল দিয়ে পরিস্থিতি জানান। ৯৯৯-এ ফোন পেয়ে রামপুরা থানার পুলিশ সেখানে ছুটে যায়। পুলিশের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতার কারণে মনি কিশোর মারা যেতে পারেন। তিনি চিকিৎসা করাচ্ছিলেন বলেও পুলিশের ধারণা। তার বাসায় সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টসহ কিছু মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা খান আবদুর রহমান আরও জানান, মনি কিশোরের এক ভাই যোগাযোগ করেছিলেন। তিনি এলে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রামপুরা থানার পুলিশ কর্মকর্তা। এদিকে জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রায় পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’,‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা, তারই লেখা।