ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। রোববার (২০ অক্টোবর) দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মওলানা মোঃ আশরাফ উদ্দিন খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন থিওলজি এ- ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ওয়ালিদ হাসান পিকুল, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উপণ্ডরেজিস্ট্রার মোঃ গোলাম মওলা, সাধারণ সম্পাদক উপণ্ডরেজিস্ট্রার গোলাম মাহফুজ মঞ্জুসহ জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত হার্ট, লিভার, কিডনী, ডায়বেটিসসহ বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন।