রংপুরে বিটিভি উপণ্ডকেন্দ্রকে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হিসেবে চালু’র দাবীতে মানববন্ধন সমাবেশ করেছে বৈষম্য বিরোধী সাংষ্কৃতিক আন্দোলন। রোববার (২০ অক্টোবর) বিকেলে টাউন হলের সামনে রংপুর মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন-রামবা’র আহ্বায়ক মুহম্মদ জহির আলম নয়নের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাকসুদার রহমান মুকুল, রংপুর নাট্যধারার চেয়ারম্যান কাইয়ুম খান, রংপুর নাট্যচক্রের সভাপতি আবদুল মজিদ হিরু, রংপুর পদাতিকের সাধারণ সম্পাদক নাসির খান সুমন, বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল, গীতিকবি সংসদের সভাপতি খলিল বাবু, সাংস্কৃতিক কর্মী জাহিদ হোসেন লুসিড, ভাওয়াইয়া শিল্পী মাহমুদা আক্তার মিলা, নৃত্যশিল্পী তাশফিকুর হক তপন।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, রংপুর বিটিভি উপণ্ডকেন্দ্রটি পূনাঙ্গ টেলিভিশন কেন্দ্র হিসেবে চালু হবে এমন প্রত্যাশায় রয়েছেন শিল্পী সমাজ, সাংস্কৃতিক কর্মী ও দর্শকরা। এটি হলে রংপুর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রচারসহ সাংষ্কৃতিক চর্চা বৃদ্ধি পাবে। কিন্তু বিগত সরকার এ কেন্দ্রটিকে চালুর ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি। দ্রুত উপকেন্দ্রটি পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রে হিসেবে চালুর দাবী জানান।