রোববার(২০অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার অফিস উদ্বোধন হয়েছে।
উদ্বোধন শেষে এক আলোচনা সভায় জামায়াতের উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির মাওলানা আঃ মতিন ফারুকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী ও জেলা জামায়াতের সুরা সদস্য অধ্যাপক আবদুল জলিল সরকার। এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাহজালাল সবুজ, মাওলানা খলিলুর রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আহমদ আলী।