পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জামায়াত কর্মী শফিকুল চৌধুরিকে কুপিয়ে জখম করেছে চাচাতো ভাইরা। বুধবার রাতে উপজেলা সাঈদখালী গ্রামে এঘটনা ঘটে। বর্তমানে শফিকুল ইন্দুরকানী স্বাস্থ্যকপ্লেক্সে চিকিৎসাধীন আছে। অন্যান্য আহতরা হেলাল, হুমাউন স্থানীয় প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন। মৃত আবদুল কুদ্দুস চৌধুরির ছেলে শফিকুলের ভাই বাদল চৌধুরি জানান, বুধবার রাতে আমার চাচাতো ভাই হুমাউন ও নাজমুলের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে হাতাহাতি হওয়ার পরে আমার ভাই শফিকুল তাদেরকে ছাড়িয়ে দিতে গেলে চাচাতো ভাই নাজমুল, শুক্কুর,আসাদুল, রহিম দেশীয় অস্ত্র দাও,কুড়াল লাটি দিয়ে শফিকুলকে কুপিয়ে জখম করেন। শুক্কুর চৌধুরি,নাজমুল চৌধুরি আসাদুলের সাথে দীর্ঘ ২৫বছর ধরে ১বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে পিরোজপুর জজ কোর্টে আদালতে মামলা চলে। আদালতে মামলা চলাকালিন অবস্থায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা এ জমি নিয়ে একটি ফয়সালা দিয়ে থাকেন। শফিকুল সাঈদখালী ওয়ার্ডে জামায়াতের কর্মী
অভিযুক্ত আসাদুল জানান, আমি মসজিদ থেকে মাগরিব নামাজ পরে বের হই। পরে আমাকে ফরিদ ডেকে নিয়ে যায়। ফরিদের সাথে থাকা হুমাউন বলেন ঐ জমি থেকে সুপারি নিয়েছো কেন। তখন আমি বলি আমাদের জমি থেকে সুপারি নিয়েছি। কথার ভিতরে আমাকে পিছান দিয়ে আলআমিন হেমায়েত হুমাউন,বাদল তাদের হাতে লাইট এবং লাটি দিয়ে মারধর করে আহত করেন। আমার স্ত্রী আমাকে মারধর করার টের পেয়ে বাসা থেকে ছাড়াতে আসলে স্ত্রীকেও মারধর করেন। আমি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, মারামারি ঘটনায় কোন লিখিত অভিযোগ পায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।