দেবহাটার কুলিয়ায় বিএনপি নেতা মোকছেদ আলীর ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুলিয়ার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুষ্পকাটি সরদারবাড়ি মোড়ে রোববার ২০ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডঃ জাহাঙ্গীর কবির বাবু। কুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাছুম বিল্লাহ, উপজেলা বিএনপি নেতা সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ মিলন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা জর্জকোর্টের আইনজীবী এডঃ আবু সাঈদ, সাবেক উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল খোকন, দেবহাটা উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব রুহুল আমিন, জেলা মৎস্যজীবি দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, ভোমরা সিএন্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজমুল আলম মিলন, মরহুম মোকছেদ আলীর ছেলে তুহিন হোসেন, বিএনপি নেতা মুসফিকুল ইসলাম প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুস সাত্তার। মিলাদ ও দোয়া মাহফিল বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।