নোয়াখালী হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে উঠা ইটভাটা বন্ধ করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের মধ্য মাইজচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার বিভিন্ন পেশার প্রায় ৫শতাধিক লোকজন। বক্তব্য রাখেন ব্যবসায়ী আবদুল মন্নান রানা, কলেজ ছাত্র মো: আতিক, মো: জামসেদ ও নুরুল আমিনসহ অনেকে।
তীব্র রোধের মধ্যে সকাল ১১টা থেকে শুরু হয়ে এই মানববন্ধন চলে দুপুর ১২টা পর্যন্ত। এ সময় পুরুষের পাশাপাশি গ্রামের নারীরা ও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজচরা গ্রামে ওয়াহাব ব্রিক্স নামে এই ইটভাটাটি ছিল নদীর তীরে। দুই বছর আগে এটিকে স্থানান্তর করে রাস্তার পার্শ্ববর্তী মধ্য মাইজচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছা কাছি জায়গায় গড়ে তোলা হয়। গত বছর এর ধোঁয়ায় বিদ্যালয়ের পড়ালেখায় অনেক বিগ্নঘটেছে। ছোট ছোট শিশুদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হতো। একই অবস্থা হয় হাজী শাহে আলম তালুক মিয়া নুরানী মাদ্রাসা ও মসজিদের।
ইটভাটার পাশেই সুলতান মাঝি বাড়ির মোঃ ইউছুফ বলেন, প্রতিদিন সকাল বেলা ইটভাটার ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত। ইটভাটার নিকটবর্তী মানুষের বাড়ীতে গাছের পাতা জড়ে পড়তো। এ ছাড়া ইটভাটার এই ধোঁয়ায় আহমদীয়া জামে মসজিদ নামাজ আদায় করতে গিয়ে সমস্যা হতো মুসল্লিদের। এলাকার মানুষজন একাধিকবার এই ইটভাটা বন্ধ করার চেষ্ঠা করলেও কোন ফল পাওয়া যায়নি। এই বছর নতুন করে ইটভাটাটি চালু করার কার্যক্রম শুরু হয়েছে। এর মালিক আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বিগত সময়ে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এবার সরকার বদলেছে। বর্তমান সরকার এই অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেবেন এমনটাই দাবী করেন এলাকাবাসী।