পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে দুইজনকে ১ বছর করে কারাদণ্ড এবং এক কলেজ ছাত্রকে ৫ হাজার টাকা জরিমানার দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান ওই দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কাজলাহার গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র মো: সাকিব (২২) এবং মো: মিজান (৩০) ও রিদুল আলী হাওলাদার (২৪)।
উপজেলা মৎস্য অফিসের অভিযানকালিন দায়িত্বে থাকা মেরিন ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল জানান, দন্ডপ্রাপ্তরা রোববার ভোররাতে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিল। ওই সময় নদীতে টহলে থাকা মেরিন ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল ও নৌপুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ইলিশ শিকারী ওই তিন জনকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ১৫ টি ইলিশ মাছ এবং দশ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে হাজির করলে ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ওই কারাদণ্ড ও অর্থ দন্ড দেন।
উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল জানান, অভিযানে জব্দকৃত মাছ দুঃস্থদের মাঝে বিলিয়ে দেয়া হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়।